আজ ও কাল
জাহিদ হোসেন রনজু
----------------------------------------®
এই যে বাজে তানপুরাতে মিষ্টি মধুর শব্দ কথা
তাল-সুর-লয় সপ্তরাগে মনহরিণীর ব্যাকুলতা।
হৃদয় জমিন সবুজ ঘাসে চলছে বোনা নকশীকাঁথা
হচ্ছে রোজই গোলাপ-বেলী-জুই-চামেলীর মালা গাঁথা।
সবই এসব আমার বুকে করছে মধুর আনাগোনা
বৃষ্টি হয়ে ঝরবে বলে বাঁধছে জমাট মেঘের কণা।
আলোকধারায় যে আকাশটি উঠছে হয়ে জ্যোৎস্না রাতি
জীবন মেলায় অষ্টপ্রহর নতুন নতুন চড়ুইভাতি।
যাচ্ছে সময় স্রোতের টানে ময়ূরপঙ্খী নৌকা চড়ে
রামধনুর ঐ সাতটি রঙে মনমহলা সৌধ গড়ে।
সবই এসব আমার মনে বইছে হয়ে ঝর্ণাধারা
প্রলয় বেগে আসবে বলে দুঃখ হয়ে বাঁধনহারা।
কুটকুটকুট মুষিক প্রবর যাচ্ছে কেটে অনেক কিছু
শুনছে না মন জলতরঙ্গে হনহনিয়ে ছুটছে পিছু।
অলিক মায়ার স্বপ্নঘোরে অমোঘ সত্য আঁধার ঢাকা
ভোগ বিলাসের উন্মাদনায় বিধাতাকেই ভুলে থাকা।
সবই এসব এখন আমায় ভীষণ রকম করছে আদর
দিন ফুরায়ে আসবে রাতি ঢাকবে আমায় আঁধার চাঁদর।
-------------------------------------------
১০ মে ২০২০, মিরপুর, ঢাকা।