আজ আমার একার, নিজের

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

- করিম চাচা আমাদেরকে দু'প্লেট ফুচকা দাও।

- এই রোদসী, দু' প্লেট চাচ্ছো কেন?
  আমি ফুচকা খাই না সে তুমি জানো।
  তুমিই এক প্লেট নাও।
  
- খাও না সেটা জানি ভালভাবে
  আমি বলছি তাই তুমি আজকে খাবে।

এরপর থেকে আমি ফুচকা খাওয়াটা শিখে গেলাম।

- তুমি সাদার ভিতর ছোট ছোট নীল ফুলের জামাটি নাও।
- না, নীল ফুল একেবারেই নয়
  নীল আমার অপছন্দ তা জানো নিশ্চয়।
  তাহলে সেটাই কেন দিতে চাও?
  
- জানি রোদসী, আমি তা জানি
  তবু বলছি আজকে তুমি নাও নীল জামাখানি।

এরপর থেকে তোমার  নীল ফুল সাদা রং জামা পছন্দ দেখতাম।

এমন শত শত স্মৃতি আমাদের........

আজ তা আমার, একার ও নিজের।।

-----------------------------------
৯ ফেব্রুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা।