আবরার
জাহিদ হোসেন রনজু
-------------------------------®
আজো কী এদেশে নদী বয়ে যায়?
আজো কী চন্দ্রিমা উঠে নীলিমায়?
আজো কী বাগানে ফুল ফোটে হেসে?
আজো কী সূর্যটা উঠে এই দেশে?
যদি বহে নদী, যদি ফুল ফুটে
যদি আকাশেতে সূর্য, চন্দ্র উঠে
যদি পাখিকূল আজো গান গায়
আবরার কেন তবে মারা যায়?
চারিদিকে আজ একি নিঠুরতা
একি পৈশাচিক ঘৃণ্য বর্বরতা!
ধিক্ ধিক্ ধিক্ জানাই ধিক্কার
ক্ষমা করো তুমি প্রিয় আবরার।
তবে আবরার যেখানেই থাকো
তোমার এ মৃত্যু বৃথা যাবে নাকো
অসুর বিনাশে আসবে প্রভাত
কেটে যাবে দেখো অমানিশা রাত।
তোমাকে পাবো না আর তো ভুবনে
তবু তুমি রবে মোদের জীবনে
আজীবন মোরা যাবো ভালবাসি
দোয়া করি তুমি হও স্বর্গবাসী।
---------------------------------
১১ সেপ্টেম্বর ২০১৯, খিলগাঁও, ঢাকা
** আবরার হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন নিরহ মেধাবী ছাত্র। গত সপ্তাহে তাকে ভিন্নমত পোষণ করে ফেসবুকে স্টাটাস দেয়ায় ভিন্ন মতাবলম্বী দুরাচাররা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আবরারের আত্মার শান্তি কামনা করছি।