অবক্ষয় চিত্র
জাহিদ হোসেন রনজু
-----------------------------------®
আসলো ওই, ধরলো ওই, সবাই দে রে ছুট্
বোঁচকা বাধ্ সকল দিয়ে, যা যা করেছি লুট।
ছুটছে পিতা, ছুটছে মাতা, ছুটছে ছেলেমেয়ে
ছুটছে তারা দেশ-বিদেশে পুলিশী তাড়া খেয়ে।
বাপটা চোর, ওরা দোসর, জননী ক্যাশিয়ার,
সবাই মিলে করছে চুরি , কী আজব ব্যাপার।
দুর্নীতি আর ঘুষের টাকা লুটছে ভুরি ভুরি
গড়ছে বাড়ি, কিনছে গাড়ি, পুকুর করে চুরি।
অবাক হই বিষম খাই এটা ভাবতে যেয়ে-
যেমন পিতা, তেমন মাতা, তেমন ছেলেমেয়ে।
পিয়ন জানে, চাকর জানে, জানে চোর সবাই
ছেলে-মেয়ে-বৌ, নিজেও জানে, কারো শরম নাই।
সবাই এক, সব বেহায়া, জ্ঞাতি-গোষ্ঠী সবাই
সমাজে তবু ওদের দেখি আভিজাত্য বড়াই।
এসব দেখে ভীষণভাবে জাগছে মনে ভয়
মূল্যবোধের এমন দশা, এমন অবক্ষয়।
------------------------------------
২৫ জুন ২০২৪, মিরপুর, ঢাকা