""""""''''''''''
আয় রে আয়
- জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
আজ ভুবনে মানব মনে
ফুলের বড়
অভাব রে,
আয় চামেলি টগর বেলি
আয়রে প্রিয়
গোলাপ রে।
গন্ধরাজ আয়রে আজ
আয় রে ছুটে
মালতি,
আয় শেফালি চম্পা কলি
বাঁচাতে ধরা
চাস যদি।
অলকানন্দা রজনীগন্ধা
হাস্না হেনা
শিউলি জুঁই,
আয় কামিনী সরোজিনী
গন্ধে মাতুক
জগৎ-ভুঁই।
হিংস্র অসুর গাইছে বেসুর
চিত্ত সবার
ভয়ে আঁধার,
ফুলের ছোঁয়ায় ভালবাসায়
জয় হোক রে
মানবতার।
ফুলের গন্ধে ছন্দে ছন্দে
উড়ুক মনে
প্রজাপতি।
কাটুক ক্রান্তি ভুল ভ্রান্তি
ফিরুক ধরায়
সম্প্রীতি।
(২৫.০৭.২০১৬, ফুলবাড়িগেট,খুলনা)