আরো তিনটি শায়েরি

জাহিদ হোসেন রনজু
-----------------------------®

শায়েরি- ০৭

ছেড়ে গেছে বলে সাগরে ডুবো না
খুশিতে হাসবে সে,
উঠো চিরে যদি তার চে' শিখরে
হাসবে তুমিই শেষে।

শায়েরি- ০৮

সনদ আর কাগজের মাঝে
মানে বিস্তর ব্যবধান,
কর্মহীন সনদ তথাপি
পুরাতন কাগজের সমান।

শায়েরি- ০৯

মানুষ তেমন বেঁচে থাকে
যেমন তার অভিলাষ,
কেহ বাঁচে হিমালয়সম
কেউ কুড়ায় অভিশাপ ।

-----------------------------
১৫ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা।