তোমার চোখে জল,
মনটা কি ভরা বিষাদে?
নাকের ডগাটা কেন ফুলছে?
মুখটা গোমড়া কেন অস্বাদে?
তবে কি তুমি সুখী নও?
তবে কি তুমি ঘৃণা করছ এ জীবন?
তবে সে দিনের চঞ্চলতাকে কি বলব আমি?
চুপ কেন?
কথা বল না কেন তুমি?
আমিই কি সেই কারণ?
তোমার মুক্ত জীবনে আমি হয়েছি বারণ?
আমার কর্কশ হাতে কি সেই উর্বর স্পর্শ নেই?
আমার দৃষ্টি কি হিংস্র হয়ে গেছে?
আমার চাওয়া কি আজ স্বার্থপরতা?
আমার বিশ্বাস কি বাড়িয়েছে তোমার অস্থিরতা?
আমার ভরাট কণ্ঠ কি তোমার কষ্টকে ভরিয়ে দেয়?
আমার উন্মুক্ত বুক কি তোমার সম্ভ্রম কেড়ে নেয়?
আমার হাসি কি আজ বিষের বাঁশির মত?
আমার খুশী কি আজ যক্ষার কাশির মত?
কিছু বলছ না কেন?
আমার উপস্থিতি তোমাকে বোবা করে দেয়?
আমার স্থিতি কি তোমায় অস্থির করে দেয়?
আমার আশা কি আজ তোমার নিরাশা?
আমার তৃষ্ণা কেন তোমার বিতৃষ্ণা?
তবে কি তুমি আজ মুক্ত হতে চাও?
তবে কি? তবে কি? তবে...............?

একটিরও জবাব যদি 'হ্যাঁ' হয়,
তবে,
চলে যাও;
যদি কোনদিন জবাবে 'না' বলতে পারো,
ফিরে এস,
ততদিন তোমার জন্য আমার দরজা খোলাই থাকবে......।।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৬ পৌষ, ১৪২০ বাংলা। ৩০ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।