পিতামহ গেলেন চলে করে কিছু ওসিয়ত
রাজ্য চাষে ভুলো না রবে, থাকিও সদা সৎ।
মিথ্যা কভু দিওনা প্রশ্রয় তোমার রাজাসনে
সত্যবাদীকে বেসো ভালো, রেখো উচ্চাসনে।
রাজ্য গ্রহনে জনগনে বলো না মিথ্যা কভু
সম্মান হারাবে জনমনে, নারাজ হবেন প্রভু।
খেই হারিয়ে, আবেগে মজো না মিথ্যা প্রশংসাতে
অটুট থেকো সত্য নিয়ে ঘাত প্রতিঘাত সংঘাতে।
নবীর শিক্ষা ভুলো না কভু, মনে রেখো এ উক্তি
‘মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য যে দেয় মুক্তি’।
*** *** *** *** *** *** ***
চতুর্দশী ছিল সেদিন, পূর্ণ চন্দ্রিমা ছিল রাতে
বাদশাহ আমি খোশমেজাজে, ছিলেন সুন্দরী বিবি সাথে-
প্রেমালাপে মগ্ন যেন সুবাসিত বাতাস বইছে জান্নাতে
তার কোলেতে রেখেছি মাথা, হাত রেখেছি হাতে।
একান্ত সময়, প্রহরীরা হাবেলির ছাদ হতে গেছে দূর
নিলাজ চাঁদ তবু আছে চেয়ে জ্যোৎস্নালোকিত প্রিয়ার অধর।
“জাঁহাপনা, কি দেখছেন অমন করে, মনঃনিবেশে অন্তর?”
বলি, ঐ চাঁদ হেরে গেছে, তুমি প্রিয়া চাঁদের চেয়েও সুন্দর।
“হায় আল্লাহ, সত্যিই কি আমি তাই, দিন আজ তবে প্রমাণ-
আবেগে মজে মিথ্যা বলো না, গেছেন বলে দাদাজান।
প্রমাণ যদি নাইবা করেন রবোনা মিথ্যা লোকের হয়ে
ঢপরুপেতে যে ডুবে যায়, মিথ্যা প্রশংসাতে যায় ক্ষয়ে-
‘চন্দ্র হতে আমি সুন্দর’ করুণ প্রমাণ আপনার কথা,
নয় পিতামহের সে ওসিয়ত, সবটাই হবে তার বৃথা”।
*** *** *** *** *** *** ***
জ্ঞানী, গুণী, ধ্যানীরে ডাকি পূর্ণ রাজ দরবার
কথাটি করো সত্য প্রমাণ, হাজার মুদ্রা পুরষ্কার।
মাথা নিচু, কেউ সরছে পিছু, নেইকো তাদের জানা
বুঝি বিবিজান এবার কি ভাবিবেন, স্বামী তার মিথ্যাবাদী একখানা।
নাক বুঝি তাই গেল কাটা; হে রহীম, রাখো আজ মানীর মান
জ্ঞানহীনে দাও তুমি জ্ঞান, সম্মানিতের দাও ফিরে তার সম্মান।
আল্লাহু আকবার, আল্লাহ... সুললিত ডাকে মুয়াজ্জিন
আঁধার রাত ফুরিয়েছে এসেছে নতুন দিন,
অবনত মনে মুসল্লিগণে ফজরে দাঁড়ায়েছে তুলনাহীন
একাগ্র মনে কোমল তানে ঈমাম সাহেব পড়লেন সুরা ত্বীন।
‘ওয়াত্তিন, ওয়াযযইতুন, ওয়া তুরি সিনিন, ওহাযাল বালাদিল আমীণ।
লাক্বাদ খ্বালাক নাল ইনসানা ফী আহসানি তাক্বয়ীম’
‘কসম আঞ্জীর, যয়তুন, পর্বত তূর আর নিরাপদ নগরীর
নিশ্চয় আমি মানুষকে করেছি সুন্দর অধিক, সমস্ত সৃষ্টির’
সৃষ্টি যিনি করেছেন বলেন, সুন্দর মানুষের অবয়ব
তাঁর কথাই পরম সত্য, যিনি স্রষ্টা সকলের রব।
সালাতে তুমি প্রমাণ দিলে হে খোদা মহা মহীম
তুমি যে পরম করুণাময়, দয়াবান তুমি অসীম।
দুহাত তুলে করছি দোয়া, দিও সত্য জ্ঞানের আলো
কঠিন দিনের কঠিন ক্ষণেও তোমায়, যেন বাসতে পারি ভালো।
*** *** *** *** *** *** ****
চন্দ্রিমা নেই আজ আকাশে, নিবিড় ঘন কালো
প্রেমালাপে মগ্ন দু’জন মনটা খুবই ভালো।
হঠাৎ হেসে উঠে এসে প্রেয়সী বিবি করলো কপোল চুম্বন
কি হয়েছে কি হল আজ উতলা কেন তোমার মন।
লাজুক হাসি, ‘ভালোবাসি, স্বামী আপনি জাহাঁপনা
করেছেন প্রমাণ, তত্ত্ব মহান, মানুষই সেরা, মানুষই সেরা অতুলনীয় অনুপমা’।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৬ এপ্রিল, ২০১৪ ঈসায়ী।