আজ কেন এ আঁখি সিক্ত
কেন জ্বালিনি যে আলো দীপ্ত,
ক্রোধ আর হিংসায় ছিলাম তপ্ত
অন্ধকার জীবন করেছি রপ্ত।
তবুও তো মানুষ, আদর্শ ছিল সুপ্ত
ক্রোধ-হিংসার চাপে হয়নি ব্যক্ত,
ভুলেছিলাম আমার দেহেও আদর্শের রক্ত
জন্মদাতা ছিলেন সততায় কতটা পোক্ত।
অন্যায়ে ঘৃণা, ন্যায়ে ছিলেন তৃপ্ত
অন্ধকার এ জীবন, আজ হতে চাই মুক্ত,
পিতার আদর্শেই হব আমি উদ্দীপ্ত
হারিয়েছি অনেক, আর হতে চাই না রিক্ত।
স্বার্থপরতার জীবন আজ কতটা বিরক্ত
জ্যোতির্ময় সে হাত আজ আরক্ত
আবারো আলোয় ভাসুক, হোক ভালবাসায় উন্মুক্ত
হে বন্ধু বললাম আজ তোমায়, যা ছিল অব্যক্ত।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৯ পৌষ, ১৪২০ বাংলা। ০২ জানুয়ারি, ২০১৪ ঈসায়ী।