আল্লাহু আকবার তাকবীরে বেঁধেছি তাহরীমা-
যাবতীয় প্রশংসা কেবলি তোমার, হে প্রভু অনুপমা।
তুমি রাহমান, তুমি রাহীম- পরম দয়ালু,
আামায় তুমি দিয়ো ঠাই যেথা তোমারি পদতালু।
বিচার দিনের মালিক তুমি অসীম ক্ষমতাধর
বন্দেগী করি কেবলি তোমার, করোনা কভু পর।
হে প্রভু সরল সঠিক পথ দেখাও, রুদ্ধদ্বার দাও খুলি-
দেখাও সে পথ যে পথে তোমার পেয়ারা বান্দারা গেছে চলি।
সে পথ নয় যে পথে ধ্বংস; তোমার অভিসম্পাত-
কবুল করো আমার দোয়া, পুণ্য করি যেন দিন-রাত।
আল্লাহু আকবারে ঝুকাই মম উন্নত এই শির
পবিত্রতা ঘোষণা করছি যিনি মালিক বিশ্ব ধরিত্রীর।
কম হল বুঝি তোমার সম্মানে শুধু নোয়ানো মাথা
লুটিয়ে দিলাম মম কপল তব কুদরতি পদপাতা,
প্রশান্তি সুখে ভরে হৃদয় তোমারে সিজদাতে
ঝলমলে এক আলো ফোটে কালিমার ক্বলবেতে।
সালাতে দ্বিদার পাইগো তোমার, তুমি নও বহুদূর
আত্মার পরমাত্মীয় তুমি, সালাতে তোমার ‘নূর’।
কবুল করো হে সুমহান রব্বুল আ'লামিন-
সালাতে শান্তি দাও আমারে, মুক্তি বিচার দিন।