ধর্মযুদ্ধ কর্ম আমার
রূপে কেন আহামরি,
অনুরাগে লজ্জা ঢাকি
পুরুষ বিজয়ী নারী ৷
লবনের নদীতে মধু খোঁজ
অধর্ম, নরাধম, আহামক,
ঈর্ষার অনলে জ্বলে-পুড়ে ছাই
নারী-রূপ বরষার সখ ৷
ত্রিভুজ জালে ফেসে কেন,
চতুর্ভূজ স্বাধ তোমার
বেহায়া পুরুষ, রাজবেশে;
ঢের ভাল তবে চামার।
মধুকর হয়ে মধুর খোঁজ জাননা আমারি
সুধার খোঁজে চক্ষু বুজে মাঝপথে যাও থামি,
অমৃতের আশায় হয়েছ নত, জানি
শত পুরুষ বিজয়ী নারী আমি।