নিয়মের বাঁধন নামে শুনিনি কিছু
ছুটিও নি কভু স্বাধীনতার পিছু,
মেধা বলে আমার নেই তো কিছু
বুঝি না কোনটা লেবু আর কোনটাকে বলে লিচু!
জানি না নতুনত্ব, আধুনিকতার সৃষ্টি
জানি না লোকাচার প্রচলিত কৃষ্টি,
বুঝি না গুরুর চোখের রাগান্বিত দৃষ্টি
জানি না কোনটা বারিধারা আর কোনটাকে বলে বৃষ্টি!
জ্ঞানে সেরা মানুষ তবু অজ্ঞানী এক আমি
বুঝিনা দিনের শেষে কেন রাত্রি আসে নামি,
সাগর সঙ্গমে নদী কেন যায় থামি
জানি না শুভেচ্ছা কোনটা আর কাকে বলে শুভকামী!
ধোঁকা খেয়ে আজ প্রথম বুঝেছি নিজ বোকামি
করেছি নষ্ট যে সময়টা ছিল সবচেয়ে দামী,
চর্চা করিনি যে জ্ঞান দিয়েছে জগত স্বামী
অবহেলায় হয়েছি গোঁয়ার, মূর্খ এই আমি।।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২৩ মে, ২০১৪ ঈসায়ী।