কানের গোঁড়ায় পনপন-
মেজাজটা টনটন,
কদাকার প্রাণীটা-
ইয়া লম্বা শুংটা-
বিধিয়ে দিয়েছে
রক্ত শুষে নিয়েছে।
অসহ্য জ্বালাতন,
অশান্তি অনুক্ষণ।
চুলকানি হচ্ছে খুব
ফুলে গেছে লোমকূপ।
ইচ্ছে করে দিই চটাশ
ঘাড়টা ভেঙে যাক মটাশ।
তবু যেন বেঁচে যাই-
একটুখানি রেহাই পাই।
বিচ্ছিরি প্রাণীটা-
ধরতে হবে রানিটা,
বলে দেবো যদি আসে-
তোমার প্রজা যাবে ফেঁসে।
যদি থাকে বাঁচার আশা-
এসো না আর তোমরা মশা।
আমার ঘরটা ছেড়ে দাও-
জংগলেতে চলে যাও,
ফের যদি আসো আবার-
জানটা তোমার রবে না আর।