সুরভিত মায়া, স্নিগ্ধতার ছায়া,
সীমাহীন তৃষ্ণায় জল,
সীমার মাঝে অসীম তৃপ্তিতে ভরা
ওমা, তোমার আঁচল।
স্নেহের ছোঁয়া, সুগন্ধি ধোঁয়া
জগতের অমৃত ফল,
স্বল্পের মাঝে প্রাচুর্যের ধন
ওমা, তোমার আঁচল।
শাসনের ধারা, মমতায় ভরা
নেভাও ব্যর্থতার অনল,
বিপথ থেকে সুপথে আনতে
ওমা, তোমার আঁচল।
তোমায় ভক্তি, আমার শক্তি
যোগায় হৃদয়ে গভীর তল,
দুর্বল যখন, সবল করেছে
ওমা, তোমার আঁচল।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৭ পৌষ, ১৪২০ বাংলা। ২১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।