টিক টিক শব্দে চলছে দেয়াল ঘড়িটা
ঠিক ঠিক সময় দিচ্ছে তিনটে কাঁটা,
সময় যাচ্ছে আপন গতিতে
এইতো আর কিছুক্ষণ পরেই বিদায় হবে বছরটা।

হিসেবটা কিন্তু শেষ হল না এখনও
কি পেলাম, কি হারালাম একটি বছর,
কিছুটা ধরে রেখেছে স্মৃতি
বাকী সবই হারাল সময়ের গহ্বর।

মোটের উপর বছরটা কেটেছে ভালই
খাওয়া দাওয়া নাওয়া হয়েছে সবই,
বয়সটা বেড়েছে এক, সাথে কমেছে আয়ু
হিসেবের খাতায় কষ্টটা শুধু তারই।

‘যায় দিন ভালই যায়’ এমনি আছে এক কথা
হে অতীত তুমি ভালো থেকো, হয়ে স্মৃতির পাতা,
এক বছরের ডায়েরী তুমি করেছ পূরণ
কত সুখ সেখানে করেছ আপন, বাদ যায়নি কিছু ব্যথা।

আজ ‘এক থোকা’ সময়ের বিদায়ের দ্বারপ্রান্তে আমি
বিদায় মালা পড়ালাম তোমায়, থেকো শুভকামী নিরন্তর,
খুশী আর আনন্দ নিয়ে এসেছিলে একদিন
তেমনি খুশী মনে বিদায়, আমার জীবনের সুন্দর একটি বছর।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৭ পৌষ, ১৪২০ বাংলা। ৩১ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।