বসাইলাম বঁধুয়া তোমায়, থাকিও আয়েসে
যাই, কোদাল চালাইতে হইবে, মাঠ ভরা ঘাসে-
সেই বঁধুয়া তুমি ভুলিলা 'চিনি ছাড়া পায়েসে'
আরামের তক্তা ছাড়ি, কোদাল চালাইতে আসিয়াছ পাশে।
দু'কোপ দিয়া হয়রান, কান্নাকাটি একাকার
তুমি নারী দ্বিমুখী সাপ, ছিল কি আসার’ই দরকার?
আজি বলি 'চিনি ছাড়া পায়েসে' ভুলিও না আর
তাহা নিয়াই ভাল থাক যাহাতে তোমার’ই উপকার।।
উন্নতির নাম করি তোমায় করিবে বাহির
দিনে দিনে ক্রমে ক্রমে সত্য হইবে জাহির,
ন্যায্য অধিকার ছাড়ি সম-অধিকারের খাতির
সংসারে অশান্তি, ছেলে-মেয়ে ভোগান্তি অবমাননা আসমানি রীতির।
টাকা আসিবে ধীরে, ফাঁকায় পরে ভালোবাসা যাইবে মরে
প্রগতি ধরিবে ঘিরে, শান্তি তাকাইবে না ফিরে,
‘চিনি ছাড়া পায়েসে’র স্বাদে, বিষাদ ভরিবে ঘরে
শান্তির জন্য হইয়াছ বাহির, শান্তি গিয়াছে দূরে
কিসে হইল লাভ, নারীবাদী নারীবাদ, মিলিবে না হিসাব করে।।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ পৌষ, ১৪২০ বাংলা। ২৪ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।
দ্রঃ 'দ্বিমুখী সাপ' তারাই যারা দুই রকমই বলে।
বিঃ দ্রঃ অধিকার সকলের ই আছে, তার গণ্ডিও আছে। যার জন্য যতটা ন্যায্য। সমতা সম্ভব নয়। (স্পষ্ট) (মৌলিক অধিকার আলচনা বহির্ভূত)