একটা জায়গা আমার খুব ভাল লাগে। যার কারণে সে জায়গাটা আমি পছন্দ করি তার সাথে নিজের আত্মকথা গুলো বললাম এভাবে- সংকেত, আ=আমি; ও=সে ।
আ তোদের এলাকাটা সুন্দর
ও হয়তবা!
আ তা আবার কি? খুব সুন্দর,
ও ঠিক আছে সুন্দর-ই!
আ কি সুন্দর খোদার সৃষ্টি
ও ঠিক তাই!
আ আয় ওদিকটাতে বসি,
ও কেন?
আ আমার যে ভাল লাগে
ও তাহলে যাওয়া যায়।
আ দ্যাখ কি সুন্দর শস্য ক্ষেত
ও প্রতিদিনই দেখি।
আ ভাল, এসব দেখলে মন ভাল থাকে।
ও কেন? আমার তো মন খারাপ হয় না-
আ না, না, তা বলিনি!
ও তাহলে?
আ ও কিছুনা
ও আপনি সবকিছু আমার কাছ থেকে লুকান-
আ চাইনা, তবু লুকাতে হয়;
ও কেন?
আ এটা যার যার প্রকৃতি ।
ও আচ্ছা একটা প্রশ্ন করব?
আ করতে পারিস; শুধুই একটি।
ও আপনি কি কাউকে..........?
আ না, না, তবে ভাল একজন বন্ধু আছে
যার কারণে পথ চলা আমার শুরু।
তুইত সেই ব্যাক্তি যে
উষ্ণ মরুতে ছায়া,
শীতলতার এক তরু।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।