আমি এক ছাত্র
শিখতে করেছি শুরু—
শিক্ষক আছে কত আমার
আছে শুধু একটি গুরু।
আমি এক শ্রমিক
শ্রমকে ভালবাসি
আমার কাজের সুনাম করলে
মনটা হয় খুশি।
আমি এক সহজ মানুষ
সোজা কথা আমার,
আমার কথায় নেই কোন পেঁচ
বুঝতে কষ্ট হবে না তোমার।
আমি এক খেলোয়াড়
এ ধরণীর বুকে,
খেলছি আমি সবার সাথে
আমার জন্ম থেকে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০২ জুন, ২০০৮ ঈসায়ী।