★★★ভাষার খুনসুটি ★★★
     ................ 🖊 জাহিদ চৌধুরী

বাংলা ভাষা, ভাবি সৃষ্টি করেছে কারা,
চয়ন বয়নের লয় সঠিক করেনি তারা।
দাড়ি কমা নির্ভর, বলা শোনা সময়ে বিব্রত,
স্বরের ভিন্নতা এনে দেয় কথার ভুল অর্থ।
ভাষায় শব্দের প্রয়োগ মনে হয় দেয় ধোকা,
শোনার অসতর্কতায় বনতে হয় বড় বোকা।
ব্যাখ্যা চায় উপরের লাইনদ্বয়ের? আছে ঢের,
একটু ভাবো কি শব্দের মূল, পেয়ে যাবে টের।
আমি তোমাকে ভালোবাসি না, ঋণাত্মক,
না বলি পরে, না, না শুনিলে বাক্যটি ধণাত্মক।
আমি টাকা দেবো না, প্রথমে দেব পরে না,
প্রথমে আশায় রেখে পরক্ষণেই বাড়া ভাতে পা।
আই উইল নট গিভ, ইংরেজিতে 'না' আগে,
মে নেহি দিওংগা, না আগে হিন্দিতে লাগে।
লা ইলাহা ইল্লাল্লাহু,  'না' প্রথমেই কলেমায়,
'না' আগে' বলে সবাই, 'পরে' বাংলা ভাষায়।
হেন লয়ে বাংলা ভাষাকে বলি আমি ঠগী,
আমার লেখা পড়ে হয়তো কেউ হবেন রাগী।
ছেলেমেয়ে নিয়ে বিছানায় যায়, ভালো গুণ,
উলটে যদি মেয়েছেলে হয়, মুখে কালি চুন।
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার গর্ব,
শব্দ প্রয়োগ দাড়ি কমা সময়ে করে অর্থ খর্ব।

খুলশী, চট্টগ্রাম
মে ২৩, ২০২৩
<<<<<<>>>>>>>