============তাজা===========
মাছ নিবেন জ্যান্ত মাছ, বিক্রেতা দরজায় হাঁকে,
মাছ কি তাজা? ক্ষীণ গড়্গড় কন্ঠ দরজার ফাঁকে।
বলেছিতো জ্যান্ত মাছ, তাজা, নিচ্ছেন কেন মজা,
আমিওতো জ্যান্ত, বয়স অঢেল, আমি কি তাজা?
কেমন এক পরিনতি ,গভীর তত্ত্ব বয়সের কথা,
জীবিত থাকলেও সতেজ তাজা না থাকার ব্যাথা।

বাজারে সদায় করি, তাজা কিছুর চিন্তায় ঘুরি,
জ্যান্ত কিছু নজর কাড়ে, আনন্দে ঝুড়ি ভরি।
জ্যান্ত মানে তাজা, এইতো আমাদের সবারই বুঝা,
জ্যান্ত হলেই ভাই নয় তাজা, বুঝাটা নয় সোজা।০
ষাটোর্ধ মানুষ সবাই, জ্যান্ত হয়ে দিন কাটায়,
ভারী কাজ এরিয়ে যায়, রুটিন মাফিক খানা খায়।।
সামান্যতেই হাফিয়ে যায়, কাজকর্মে অবসরে যায়,
জীবন আছে জ্যান্ত সে, তারে কি তাজা বুঝাই?

বয়স সত্তর আশি, পড়ে বিছানায় দেয় কাশি,
হাটতে ভর করে অন্যের ঘাড়ে, অহরহ দিবানিশি।।
তারে কি বলিতে পারি সে খুব তরতাজা,
সর্বাঙ্গে ব্যাথা, সোজা কথায় ব্যাথাময় মাজা।।
আয়ু আছে আয়ুষ্কালে, ছেলেমেয়ের দয়ায় চলে,
জ্যান্ত তারা জীবন আছে, তাজা কি তাদের বলে?

কর্মমুখর সময়ে ব্যাংক, নিয়ে আসে টাকার ট্যাঙ্ক,
কত চান, ততো দেবো, এতো আপনারই ব্যাংক।।
ব্যাংক ঘুরতো টাকা নিয়ে, টাকা নেন নেই সমস্যা,
চোখ ভুজে নিয়ে যান, করেন ইচ্ছেমতো ব্যবসা।।

গিয়েছে সময় অবসরপ্রাপ্ত, ব্যংকে যায়, লোন চায়।
বলে ব্যংক আপনার বয়স নেই, তাজা খদ্দের চাই।।
বয়স বেশী, কাঁপে পেশী, ঋণ দেয়া ঝুঁকিপূর্ণ,
অবশেষে বৃদ্ধ ফিরে হাতে নিয়ে ইয়াবড় শূন্য।

তারা জ্যান্ত, দূর্বল শ্বাসপ্রশ্বাস নিতেই সাজা,
জ্যান্ত হবে বলেই বেঁচে থাকা, তবে নয় তাজা।

…………..🖋  
জাহিদ চৌধুরী
ফ্লোরিডা, আমেরিকা।
২৯ অক্টোবর ২০২২.