======সমসাময়িক======
সময়ে বয়সের ভারে, দায়িত্ব কাউকে ছাড়ে,
চাপে অন্য কারো ঘাড়ে, এটা মানা যেতে পারে।
দায় নেই দায়িত্ব নেই, ঘরভরা মানুষ,
কারো অস্তিত্ব নেই, নেই কোন হোশ।
মুখ-কান বন্ধ, চেতনাহীন নাসারন্ধ্র,
পায়নি টের পাকশালার ভোঁভোঁ গন্ধ।
চোখ একদিকে ছাড়া পুরো অন্ধ,
ঝড়ের বেগে চলে আঙ্গুল কিবোর্ডে তোলে ছন্দ।
ঘরের সবাই, কারো পানে কেউ নাহি তাকাই,
নেই কথার দ্বন্দ্ব, নয় মন্দ, সৌজন্যে ওয়াইফাই।
কোথায় পারিবারিক বন্ধন, কোথায় সে অঙ্গন,
আলাপ, পরামর্শ, ঠাট্টা তামাশা প্রীতি'র বন্ধন।
হরেক আলাপ, হাসাহাসি, ছোটদের মারামারি,
কোথা গেল আজ, ইন্টারনেটে মত্ত চুপিসারি।
কোথায় সে ঘরে খেলা লুডু, কোথ সে ছক্কা,
ইন্টারনেটে প্রতাপে নির্মমভাবে পেয়েছে অক্কা।
কবিতা, উপন্যাস, বই বিখ্যাত লেখকের লেখা,
অবহেলায় অলসভাবে পড়ে আছে, যায় দেখা।
পেয়েছে লোপ জ্ঞানের বিকাশ সমাজ চেতনা ,
প্রতিটি ঘরেই সবাই ভুগছে একাকিত্বের যাতনা।
যদি এমনটা হতো, ঘরের সব মোবাইল যত,
বন্ধ থাকবে লকারে অল্পকিছু সময়ের মতো।
পারিবারিক সময় সবাই বসে হতো আলাপ,
ঘরে পরিবেশ সুবাস ছড়াতো, ফুটাতো গোলাপ।
- জাহিদ চৌধুরী
অক্টোবর ২৫, ২০২২
ফ্লোরিডা।