=======সেই সোফা========
নিত্য সন্ধ্যায় এসে, দরজার কলিংবেল বাজাই,
নিমেষেই খুলে দরজা, স্ত্রী-সন্তান বা বুয়ায়।
ঢুকতেই দু' দৃষ্টিতে হয় এক মায়াবী বিনিময়,
মা তাকিয়ে আছেন চুপচাপ, বদনে প্রশান্তি বয়।
আগমনে নিত্য দিনে ঘটে যায় এমনি ঘটনা,
গিয়ে বসি মায়ের পাশে, হতেন খুশীতে আটখানা।
কেমনি এক মায়াবী প্রশ্ন "বাবা খাবি কি কিছু,
কই গেলি, খেতে দে", বলতো কন্ঠস্বর করে উঁচু।
না মা, ক্ষিদে নেই এখন, পরে খেয়ে নেব কিছু,
নে ধর, বাড়িয়ে দিলেন, রসে ভরা এক লিচু।
নিত্য দিনে মায়ের এমন প্রহর-গনা সোফায় বসা,
আজ আর নেই, সোফা আছে, সব স্মৃতিতে ভাসা।
মা, তোমাকে নিয়ে আমাদের এখনো হয় কথা,
আমার আসার সময় হলে ভুলে যেতে সব ব্যাথা।
বিছানা থেকে উঠে, কারো কাঁধে ভর দিয়ে সোফায় বসতে,
দরজায় দৃষ্টি, আর রাখতে কান খাড়া কলিংবেল শুনতে।
মা, এখনো সে'দরজা, সে'সোফা আছে স্বীয় স্থানে,
বাসায় ঢুকেই সে সোফায় তোমায় দেখি আনমনে।
--জাহিদ চৌধুরী
জুলাই ০২, ২০২১