====শেষ লাইন====
বরাবরই আমি জড়িয়ে পড়ি জীবনে সবার,
বুঝিনা আসলে ঠিক, আমার এ'আকার ।
যদ্দুর দেখি পাইনা দেখিতে সীমা চাহনি অপার,
জল রঙে গুলে ফেলি ধর্তব্য হিসেবের পারাপার।
বুঝিনা আজো আমি কোনদিকে সদর-পিছন,
মনের অজান্তেই আনমনে দেই নাচনকোঁদন।
কে জানি কে কোথায় পুঁতে রেখেছে কাঁটাতার,
জানি দুর্ভেদ্য লক্ষণরেখা নেই প্রবেশের অধিকার।
তবু ভুলের পর ভুল জমে হয়েছে পাহাড়,
মনের অজান্তে ধরিতে চেয়ে  হয়েছি ছারখার।
হয়তো শেষ লাইন টানার ছিল সঠিক মাপ,
আজ মনে হয় সম্পূর্ণ ঘোরে টলে সেসব ধাপ।
--জাহিদ চৌধুরী
অগাস্ট ০২, ২০২২
ওরলেন্ডো,  ইউ.এস.এ