=====শাশুরীর কথন=======
নিজের মেয়ে অন্যতমা এক রাজকন্যা,
সব বিষয়ে কন্যাটা তার পার্থিব অন্যনা।
খুশী সে, মেয়ে যখন শশুর বাড়িতে সুখী,
দেখতে হবেনা মেয়ে নয়, অপ্সরী বৈকি।
জামাই মোর বড়ই ভালো, মেয়ের কথায়,
মেয়ে কথায় উঠেবসে, নেই কিছু মাথায়।
আমিও বলি মেয়েকে, রাখো স্বামীকে মুঠে,
বলি ভাবী, এমন জামাই কার ভাগ্যে জুটে।
ঘরে আমার মেয়ে পানিও খাইনি ঢেলে হাতে,
সারাঘর মাতিয়ে রাখতো বান্ধুবান্ধবীর সাথে।
মেয়ে আমার বড়ই সুখী, বলা চলে রাজরানী,
কাজে সেবাই জামাই রেখেছে ডজন চাকরানি।
বেশ ভালো, খুশী হলাম ভাবী,মেয়ের সূখ দেখে,
আপনার ছেলের বউ আছে কি তেমনি সূখে?
বলেননা আর, এমন বউ দেখিনি এ জনমে,
সবকিছুতেই ভুল, ভালো বলি তারে কেমনে?
মা-বাবা কিছু শিখাইনি, পাকঘর করে ছারখার,
খেয়েছে ছেলের মস্তক, ছেলে মোর নির্বিকার।
কি যাদু মন্ত্র করেছে বউয়ের মা, ধরেনা আমার,
ছেলে আমার শেষ, স্ত্রী ছাড়া বুঝে কি আবার?
জাহিদ চৌধুরী
২১ আগস্ট ২০২৪।