====সচেতনতা ====
একদিকে ঘরে ঘরে ঈদের আনন্দ
অন্যদিকে হাস্পাতালে কান্নার শব্দ।
জনপদে গরু ছাগল কাটা উল্লাসের ধুম,
হাসপাতালে স্বজনের পাশে চোখে নেই ঘুম।
বাহনে নেই কোন ঠাঁই, যাত্রীদের ঘরমুখো ঢেউ,
গাদাগাদি বসা, নেই মাস্ক, গুরুত্ব দেয়না কেউ।
কত অজুহাত, কত বায়না, হতে হবে বাহির,
বাহিরে শত্রু, কি আছে তাতে, ওরা সবাই বীর।
যারা আজ বেডে লড়ছে, ভাগ্য রহমতের আশ,
দেখে বীর(!) পরিনতি, করে না মন থেকে বিশ্বাস
বুঝেনা তারা কি নিয়ে খেলছে, কি হবে পরিনতি,
এখন সময় সচেতনতার, নয়তো নিশ্চিত অবনতি।

--জাহিদ চৌধুরী
২৩ জুলাই ২০২১