========প্রযোজিত খেলা=======
কেনো এতো বিষণ্ণতা লাগে আমি তা জানি না,
শুধু জানি আমার কিছুই তেমন ভালো লাগেনা।
কেমন জানি নিজেকে নিঃস্ব মনে হয়, হতশায়,
কষ্ট গুলো বার বার হানা দেয় স্মৃতির পাতায়।
কখনো তা যেন সমুদ্রের উচ্চ ঢেউয়ের মতো ফোঁপল,
আরো বেশি হয়ে যায় যখন ভাবি বিপরিতে প্রাপ্তি সকল।
জীবন মানেই আলোয় উচ্ছল, জীবন মানেই জেগে ওঠা,
জীবন মানেই প্রাপ্তি অপ্রাপ্তি, জীবন মানেই হতাশার বৈঠা।
বিষণ্ণতা, আজকাল সবকিছুতে কেমন একটা অবসাদ,
মগজ করেনা কাজ, করতে চায় না, কেমন যেন বিস্বাদ।
একঘেয়েমি চলে আসে, অল্পতেই সব কিছু ঘোলাটে,
কি না করি বা করেছি, কেনই বা তা আমার ললাটে?
হয়তো এ' জীবন নিয়ে হয়ে গেছি একদম দিশেহারা,
না বলতে পারা কষ্টগুলো ক্ষণে ক্ষণে দেয় গভীর তাড়া।
মাঝেমধ্যে মনে হয় বেঁচে থাকার কি কোন মানে আছে,
আবার ভাবি, সমস্যা কোথায় কেউ যদি কিছু বলে পাছে।
নিজের কাছে নিজেকে অনেক বড় অচেনা মনে হয়,
নিজে কেন নিজেকে নিয়ে ভাবি কেন পর'কে নয়।
পৃথিবীর সব কিছুই প্রবঞ্চনা, সব কিছু মিথ্যা, ভিত্তিহীন,
সবকিছু যেন উপহাস, অভিনীত নাটকের মধুর বীণ।
কষ্ট গুলো এমন, ঢেকে রাখতে রাখতে করেছি পাথর,
তারপরেও ভাবি তাদের যেন না লাগে কোন আঁছড়।
অনেক দিন ধরে বাঁচার ইচ্ছা করেনা আমার এ মনে,
মরতেও সাধ জাগেনা পরিচিত নই অন্ধকারের সনে।
অচেনা এ অন্ধকারটা আমার অনেক অনেক শোনা,
রাতের উজ্জ্বল আলোয় নিজেই নিজকে কষ্টি গণা।
মাঝেমধ্যে মনে হয় এক জ্যান্ত লাশ, সস্তা কিবা দামী,
ভেবে দেখলেই মানব আপন মনে গোপন আসামী।
ভালোবাসা ভালো লাগার কত সব কীর্তনমেলা,
আসলেই নয় কেউ কারো শুধু প্রযোজিত খেলা।
--জাহিদ চৌধুরী
পহেলা জুলাই ২০২৪