====মিডিয়া========
আসলো মাথায় সমসাময়িক এক আইডিয়া,
লিখতে মন চায় কিছু, নিয়ে সোস্যাল মিডিয়া।
ধর্ম, মিডিয়া কখনোও মিথ্যে কথা বলেনা,
মর্ম, সত্য কথা বললে তাদের চ্যানেল চলেনা।
তবে কি এ'সব মিডিয়া মিথ্যে কথা বলে?
আরে না, এরা সময়ে সত্যকে রাখে পদতলে।
যেখানে লেনদেনের নগ্নতায় আসল ফ্যাশন,
তারি নাম হলো সোশ্যাল মিডিয়া স্টেশন।
মিডিয়ার জন্ম, ঘটে যাওয়া ঘটনার সত্য প্রকাশে,
শুনি কি আমরা সব সত্য? ঢাকা পড়ে মুখোশে।
সাংবাদিকতা এক ন্যায়নিষ্ঠ, নির্ভীক পবিত্র পেশা,
হরদম দেখি তার সৌন্দর্য বিক্রির অদম্য নেশা।
মামার মিডিয়ার বদৌলতে ক্যামেরা মাইক্রোফোন,
বানাই আইডি, সাংবাদিক, প্রয়োজন নেই শিক্ষাগুণ।
ছুটে যায় পরীর পিছে, হুমরি খেয়ে 'মধু' খোঁজে,
ফাঁসিতে কেউ মাটির নিচে, মানুষ কিন্তু সবই বুঝে।
তুচ্ছ বিষয়েও সোচ্চার, কারণে বানাবেই খবর,
অনেক তাজা খবর, ভাজা করে, দেয় কবর।
মানুষের ভয় পুলিশে, পুলিশের ভয় মিডিয়ায়,
না জানি, কোন্ কথা কোন্ ছবি বাজারে ছড়ায়।
মিডিয়াতে চোখ মানে, দেশের অনাচার,অবিচার,
আমাদের দেশে নেই কি কোন সুখবর, জানাবার?
মিডিয়ার অস্তিত্ব, আজ বিক্রিত, টাকা-কড়ির ভাঁজে,
মুক্তমনে সত্যের সন্ধানে মিডিয়া, নাচে পুতুল সাজে।
---জাহিদ চৌধুরী
জুলাই ০৭, ২০২১