======মানুষ রচনা =====
মাথায় আসেনা এতো পশু থাকতে শুধু গরু,
স্থান নিলো রচনায়, যবে শেখা করেছি শুরু।।
বাহ্যিক গড়ন তার আচরণ আস্ত করেছি রপ্ত,
চেহারা তার গরুর মতো, সাধারণ স্বভাবে ন্যস্ত।।
গরুর আদ্যোপান্ত শিখে লিখে হয়েছি বিজ্ঞ,
কুরবানী গরুর শল্যোপচারে গো-বিশেষজ্ঞ।।
লাভ কি তাতে, গরুর এতো ব্যাখ্যা শেখার সাথে,
খুব চেনা, সহজ সরল, ছিদ্র করেনা কারো পাতে।
গরু চেনা, না চেনা, ভূমিকা আর কত জীবন হাটে,
জীবনে চলতে চিনতে হবে মানুষ, ছিলনা যা পাঠে।।
কি হতো, গরু নয় "মানুষ" নামে লেখা হতো রচনা,
হতোনা শেষ, হাজারো চেহারা, গুণের(!) বর্ণনা।।
কাগজ সংকট আহাজারি, হতো সারা বিশ্বব্যাপী,
তবুও হতোনা শেষ 'মানুষ' নামে রচনার সমাপ্তি।।
মাথায় এসেছে এখন, কেন শিখিয়েছেন রচনায় গরু,
সহজেই যেন শেষ করতে পারেন লেখক গুরু।
-জাহিদ চৌধুরী
ফ্লোরিডা
অক্টোবর ২৮, ২০২২