=======লুপ্ত বিবেক====
কোথায় শান্তি চারিদিকে বেশ ঘোলা,
শান্তির লাগি আজীবন খেটেছি মেলা।
বড়লোক হবার সাধনে হয়েছি ক্লান্তিক
পারিনে হতে বড় ছুটেছি ধনের প্রান্তিক।
খুঁজতে শান্তি হন্যে হয়ে ধনের মাঝে,
না শান্তি নেই হেতা, আছে ভিন্নমত সাজে।
মতের ভিন্নতায় কথায় কথা বাড়ে, সর্ম্পক নড়ে,
জ্ঞানের দিকগুলো কাটাতে দূর্বল কথা বাড়ে।
তর্ক যবে হয় তর্কের লাগি, যুক্তি অসহায়,
বুঝানো দায় মূলতত্ব সেথা, সত্য ঢাকা নিরুপায়।
দু'জনের কথায় দু'মেরু, দু'দিকে বহমান,
বিবেক লোপে কথোপকথনে ভেসে যায় মান।
আত্মার অস্তিত্বে অক্ষুন্ন শ্রদ্ধা নির্ভর শালিনে,
কৃতকর্মে চিন্তায় গাঢ় ব্যক্তিত্ব ঝড়ে মলিনে।
কি চায় সে, আর কত, যেখানে পায় যত,
তারি অন্তর ব্যাকুল, চায় সদা অনিয়মের মতো।
দ্বন্ধের গন্ধে বিবেক বন্ধ, ভুল, বুঝিতে অন্ধ,
করছি যা আমার মন মতো, এ তার সিন্ধান্ত।
পশুর আচার শিক্ষার অনাচার, বুঝেনা খাঁটি,
প্রতিপক্ষের মান ধুলোয় মিশে করে মাটি।
----জাহিদ চৌধুরী
খুলশী, চট্টগ্রাম।
জানুয়ারী ১২, ২০২৩