=========জীবনের হিসাব========
অংক মেলার চেয়ে কঠিন, জীবনের হিসেব মেলা,
অপেক্ষায় প্রতিক্ষার তিতিক্ষায় ভয়ঙ্কর সব খেলা।
আশা ভরসায়, ভিন্ন নেশায় করমর্দন অবিরত,
বুঝাতে মোহ, সমীহ, হাসি, কথা অবধারিত।
কথায় স্নিগ্ধতা কোমল জোছনা ডুবে দেয় মেঘ কুয়াশায়,
সম্মোহিত মন, মতিচ্ছন্ন বন্ধুর পথ পাড়ি, দেয় ঘন অমাবস্যায়।
স্থান ত্যাগে মন ছুটে যায়, অসীম সুদূর সীমানায়,
যাত্রা দিয়েছে অনন্তে, কোন এক অলিক কল্পনায়।
পথে সব করি চুরমার, আমি আনবো হাতের মুঠোয়,
সব শিকলে বাঁধা পিঞ্জর আমার কাছে ঠুনকো সুতোয়।
গভীর দৃঢ়তায় নিজকে আঁকড়ে ধরে, খুঁজি জীবন,
শুভ্র মেঘবালিকার মতো ভেসে বেড়ায়, হয়না মিলন।
চেয়েছি ধরতে চাঁদ, কত না ছিল অতল গভীর ফাঁদ,
তুচ্ছতা আমায় উজ্জ্বল করেছিল, মানিনি কোন বাঁধ।
বিশ্বব্রহ্মাণ্ডের মিটমিট তারকারাজি, সব নক্ষত্রপুঞ্জ,
ছিন্নভিন্ন করে, তন্নতন্নে আমি পেয়েছি জীবানাকুঞ্জ।
জীবনের সাফল্যে পাহাড়কে করেছি ছোট্ট টিলা,
সমুদ্রকে নদী, নদীকে চাপিয়ে করেছি রাস্তার নালা।
খুশী আমি, সাফল্য হাতে, তবে শুঁকি কিসের গন্ধ!
আমার জীবন নালাতে মরা,পঁচা আবর্জনা, আমি অন্ধ।
পাইনি কোথাও জীবনের দুর্লভ সেই সুখ পাখি,
মননে ভাবি বসে নিরলায়, জীবনে সবাই একাকী।
তাহলে জীবন হিসাব কি? কি এর সুস্পষ্ট ব্যাখ্যা?
আমিই আমার জীবন, আর সব ক্ষণিকের মরীচিকা।
---জাহিদ চৌধুরী
৪ জুলাই ২০২১