◾️▪️ যাত্রা ▪️◾️
কী নিখুঁত ভাবে সাজালো তোমায়,
কুসুম-গরম জলে ভেজালো আমায়।
ফুলে ফুলে সাজানো দামী গাড়ী,
সামনে পিছনে সব তোমার বাড়ী।
আমার লাগিও এলো চার'পা গাড়ী,
পিছনে রইলো ফেলা যাওয়া বাড়ী।
সাজানো গাড়ী শুধু তোমার,
পরের গাড়ী জীবিত সবার।
হাসি মুখে হেটে উঠলে তুমি,
কয়েকজনের মাধ্যমে আমি।
যাত্রাপথে ছিটালো কত পাপড়ি, ফুলের,
আমার বেলায় লোবান, পানি গোলাপ জলের।
নরনারীর সমাগমে উল্লাসে নাচনকোঁদন ,
স্বজদের আগমন, চেহারায় করুণ আচ্ছাদন ।
নেচে-গেয়ে চললে ঘরে, হয়তোবা তোমার,
কাঁধে করে যাচ্ছি বাড়ী, একান্তই আমার।
ধর্ম বিধানে আছে কাজী, সাথে তোমার,
আমার সাথেও আছে মৌলভী এলাকার।
আসরে তোমার সঙ্গী জোড়া কাজীর কাজ,
নিঃসঙ্গ আমি আল্লাহর সোপর্দে জানাযার নামাজ।।
……………… 🖋️ জাহিদ চৌধুরী
পহেলা মার্চ ২০২৩