========ইন্টারনেট======
কাকডাকা ভোরে শুভ্র শিউলি ফুলের ফনা,
মেঠো পথে দূর্বাঘাসের ওপরে শিশিরকণা।
কি অপরূপ! আমি দেখিনা এখন চারপাশে,
নির্ঘুম রাত যায় চলে সকালের ঘুম আবেশে।
ফুলের ফনা শিশির কণা কতক্ষণ থাকবে সেজে,
জানে তারা এখন উঠিনা আর, সাতসকালে জেগে।
ছোটবেলায় সূর্যমামা আমায় দেখতো, কুসুমবাগে,
মনে মনে মামাকে বলতাম, আমি উঠেছি আগে।
মামা আমার এখন হাসে, দেখে আমায় ঘুম খাটে,
নতশিরে শুধাই আমি, যায় রাত মোবাইল নেটে।,
ম্যাসেঞ্জার, টিকটক, হোয়াটসএপ ইউটিউব, ফেইসবুক,
হরন করে আমাদের আলাপ, শিশির দেখার সুখ।
ঘরের সদস্যর ব্যস্ত, মোবাইল ট্যাবে একা একা,
কালভাদ্রে কথাবলা, ঊনত্রিশে ফেব্রুয়ারী হয় দেখা।
--জাহিদ চৌধুরী ২৬ জুলাই ২০২১