========দেয়াল======
যদি দেখো মনের চোখে করে খেয়াল,
সামনে ছোট বড় উচ্চ অনেক দেয়াল।
সারি সারি দেয়াল আসে আমাদের গোচরে,
তারচেয়ে বেশী দেয়াল থেকে যায় অগোচরে।
কোথায় নেই দেয়াল, এ জীবন চলার পথে,
সকাল সন্ধ্যা রাত, জীবনে দেয়াল আছে গেঁথে।
মা-বাবা ছেলে-মেয়ে স্বামী-স্ত্রী ভাই-বোন প্রতিদিন,
প্রাচীরের এপার ওপারে কাটায় অহরহ রাতদিন।
করিতে পারিনে কাজ, দেয়াল এসে সামনে ঠেকে,
কে কি বলিবে শংকায়, গতি যায় থেমে বা বেঁকে।
আপন গৃহে সম্পর্কের মাঝে পড়ে যায় ভাটা,
মান অভিমানের দেয়াল ডিঙ্গিয়ে যায়না হাটা।
সন্দেহ, হিংসা, আমিত্বের দেয়াল বড়ই পাকাপোক্ত,
ভাঙ্গে সংসার, দূরে রাখে স্বজন্দের কষ্টের দীর্ঘ ওয়াক্ত।
থেমে থাকেনা সময়, চলে যায় আপন গতিতে,
দেয়ালে দুপাশে থাকে স্বজন, দৃঢ় শক্ত মূর্তিতে।
তোমাতে কেন তুমি, একবার এসো বেড়িয়ে,
অতীতে যাও ফিরে, বিবেক দিবে সব গুড়িয়ে।
যদি থাকে তব বিবেক, তবেই এ 'আদর্শ লেখা',
নইলে পড়ে রবে দেয়ালের পিছনে, কভু যাবেনা দেখা।
--জাহিদ চৌধুরী
২৯ জুলাই ২০২১