~~~~~~বিস্বাদ ~~~~~
.... ............. জাহিদ চৌধুরী
মন সদা হতাশায়, কিনতে ঠকার ভয়,
সবসময় সংশয় যদি মনের মত না হয়।
বাজারে গেলেই দেখা মেলে তার পরিচয়,
কি নেবে ভালো চায় তবে বিনা অপচয়।
উল্টাইয়া পাল্টাইয়া দেখে পেয়ে ফেরৎ টাকা,
আসল কি নকল, নিলে কি খাবে কোন ধোকা।
চিমটি দিয়ে দেখে লাউ কচি নাকি শক্তপোক্ত,
পেয়াজ নেয় বেছে বেছে, দেখে বিক্রেতা বিরক্ত।
মাছ কিনতে গিয়ে দেখে ফুলকা কান উল্টাইয়া,
টিপে দেখে সন্দেহচোখে গেছে কি রঙে বদলাইয়া।
আম কিনতে শুকে দেখে নাকের কাছে নিয়ে,
ফরমালিন আতংক তবু নিতে হয় ব্যাগ ভরিয়ে।
মুরগি কিনতে হাতাইয়া দেখে মাংস আছে কত,
কেউ কিছু কিনে না বিক্রেতার মিষ্টি কথা যত।
মাংস কিনতে চেচিয়ে বলে দিওনা ভাই হাড়,
ঘরে আসলেই বলে গিন্নি মাংসে হাড্ডির অপার।
দিনে দিনে আরো অবিশ্বাসে পাল্লা হলো ভার,
আগের কারো মন নেই যা স্ফটিক পরিষ্কার।
এমনটা তো জেনেও সবাই খাঁটি মানুষ চাই,
মানুষ ছাড়া মানুষের আর ভরসার জায়গা নাই।
২০ সেপ্টেম্বর ২০২৪খুলশী। চট্টগ্রাম