=======বিজ্ঞাপন ========
মিডিয়ার জালে প্রচারের তালে হরেক ছলে,
অতিমাত্রায় বলে, পণ্য বেচার চেষ্টা  সবস্থলে।
আকর্ষণের গোলে সুদর্শনা মডেলের হাসি গালে,
কথা জাদুর ঢোলে, রূপায়িত ভঙ্গিতে ফেলে কলে।
মতিভ্রমের ফলে, কিছু না বলে, ফিরে পন্য আগলে,
ভোক্তা কিনে চলে, মন ভরে গিলে,যায় হাসপাতালে।
তারা বিজ্ঞাপনের সুযোগে, কিনেছিল আগেভাগে,
বাচবিচার  নাযোগে, কিনে আবেগে, ভুগে রোগে।
হাওয়া লাগে চিকিৎসকের পালে, রোগীর ঢলে,
ডাক্তার বাবু ছলেবলে, ফেলে প্যাথলজির কবলে।
রিপোর্ট দেখে কলম চলে, পাতাপূর্ণ ব্যবস্থাপত্র মিলে।
রোগীর চোখ কপালে, যবে নজর পড়ে ওষুধের বিলে।।
বিজ্ঞাপনের ফলে, রোগী পড়ে প্রতারণার জালে,
ভুগে, ভাবে আর কোনকালে, পা দেবেনা ভুলে।

………............…....🖋  
জাহিদ চৌধুরী
ডিসেম্বর ০৩, ২০২২