=====অশান্ত হৃদয়=========
নিস্তব্ধ রাত বসে আছি একা বারান্দায়,
প্রবোধ মানেনা মোর এ ‘অশান্ত হৃদয়’।
কতশত কথোপকথন মনের কোণে করে ভীড়,
হৃদয় তা অনুভব করে শান্তিতে ধরায় চিড়।
কখনো উপেক্ষায় কখনো প্রচন্ড আভিমানে,
অনুরাগের বিরাগে অশান্ত হৃদয় যায় ধ্যানে।
ক্লান্ত প্রকৃতি হয়তো তুমি গভীর ঘুমে প্রসন্ন ,
হৃদয়ের শব্দ এক নিদারুণ ব্যাথায় আচ্ছন্ন।
বুকের শব্দ শুনি আমিই, পিনপতন নিরবতা,
চাঁদ বুঝি জানে, ঢালে জ্যোৎস্নার অপূর্বতা।
জ্যোৎস্না তুই এত কুৎসিত কেন? যা বজ্জাত,
গুণছি ক্লান্ত দু'চোখে প্রহর, একাকী নির্ঘুম রাত।
ভাল্লাগে না কোন কিছু, সব কিছুই অসুন্দর,
সংজ্ঞাহীন অশান্ত হৃদয় কাঁদে নীরবে, নিথর।
নিঃসঙ্গ রাত দেখছো কি আমার হৃদয় অশান্ত?
না দেখনি, তুমিতো দৃষ্টিহীন, অন্ধকার শান্ত।
তবে এ'অশান্ত হৃদয় ও তোমাতে দারুণ মিল,
একইসাথে নিঝুম দু'জনা মুখে লাগিয়ে খিল।
কেন হৃদয় আমার এতো অশান্ত, এতো অবুঝ,
কে-ই বা নিলো হৃদয়ের বিশালতার গাঢ় সবুজ?
ঘনকালো আঁধারের মাঝে নিজকে লুকিয়ে রাখি,
আমার অশান্ত হৃদয়, কেন নিজকে রাখো ঢাকি।
দেখছো না চাঁদ, এ'রাত কেমন শান্তিতে রয়,
অবুঝ হৃদয় আমার অশান্ত, নিজে নিজে কথা কয়।
হৃদয়ের স্পন্দন আজিকে কবিতায় কথা বলে,
স্মৃতির খোঁচাতে হৃদয় অশান্ত, লিখে পলে পলে।
-জাহিদ চৌধুরী
জুন ১১, ২০২১