=====অন্তিম শিক্ষা======
              
জীবনে শিক্ষা দিয়েছেন অনেক কিছু,
আজ নেই রেখে  গেলেন সবই পিছু।
ধারণা মোদের সবার,  নিথর দেহ,
নেই চলাশক্তি, নেই বলা প্রশ্নে কেহ।
শুয়ে আছে ঘরের মেঝে,  শীতল শরীর,
ভিতরে মাতাম চলে, কান্না শব্দ নারীর।
আগত সবাই তার গুণগান কীর্তি কর্ম,
সবার মুখে যা কিছু হচ্ছে তারই সারমর্ম।
করেছেন অনেক  কিবা করেনি কিছু,
দুঃখ আনন্দে প্রবাহিত জীবনটাই গিছু।
সবশেষে কিছু নেই তার, দেবার মোদের,
ভ্রান্ততা মনে অদ্ভুত এধারণা সব যুগের।
বলি আমি, তিনি এখনো দিচ্ছেন শিক্ষা,
সচেতন মনে যদি নেই আমরা হেতা দীক্ষা।
নিতর তিনি শেখাচ্ছেন, দেখো মোর পরিনতি,
যতই চাকচিক্যে থাকো তুমি, হবে একই গতি।
একদা কাঁধে বাহনে বাহক, আজ কাঁদের বোঝা,
চলে যায় মাটির ঘরে সাড়ে তিন হাত সোজা।
শুনিনা মোরা তার কথন, আমার পরে তুমি,
রাখিবেইনা তোমারে উপরে এ বিশ্বের ভূমি।
             রবীর ভাষায় আমার মন চাই
            আবার চিৎকার করে বলে যাই,
             এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে,
             সব চেয়ে পুরাতন কথা, সব চেয়ে
            গভীর ক্রন্দন--"যেতে নাহি দিব'। হায়,
             তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
--------------
🖊 ...জাহিদ চৌধুরী
খুলশী,  চট্টগ্রাম।
জুলাই ১৬, ২০২৩