=====আমি দ্রোহী====
আমি ভাল, আমি মন্দ, করি আমি দ্বন্দ্ব,
আমি দেখি, আমি শিখি, আমি হই অন্ধ।
আমি প্রতিবাদী, আমি শাসক, শোষকও বটে,
আমি পেটুক, আমি খাই সব, যা পাই রাস্তাঘাটে।
আমি কামার, আমি চামার, আমি করি দুর্ব্যবহার,
আমি ন্যায়, আমি অন্যায়, আমি করি বিচার।
আমি ন্যায়-অন্যায় মিশাই, সমাজ করি ঘোলাটে,
আমি নেতা,আমি শালিসি, রায় যায় আমার ঘাটে।
আমি মুসলিম আমি খৃষ্টান, আমি আবার হিন্দু,
আমি ধর্ম আমি কর্ম, আমি ঝড়াই রক্তবিন্দু।
আমি শিশু আমি কিশোর, চির-যুবক এ'তটে,
আমি ছাত্র আমি শিক্ষক, পরিচয় আমার পাঠে।
আমি উকিল, আমি মোক্তার, দেয় ডুকিয়ে বা-হাত,
আমি কৌশলী, আমি সুযোগে করি সব উৎখাত।
আমি লোভী, আমি খাতক, আমার হরণে বাহার,
আমি সন্ত্রাসী, আমি সন্যাসী, লুটি গরীবের আহার।
আমি মশা, আমি জোঁক, আমি খুব পিপাসী,
আমি ফুটাই, আমি বসি, আমি সব রক্ত চুষি।
আমি নার্স, আমি ডাক্তার, আমি রোগীর ভরসা,
আমি বিশেষজ্ঞ আমি আমার, পূরণ করি নিজ আশা।
আমি হাস্পাতাল, আমি ক্লিনিক, আমি সবার জম,
আমি প্যাথলজি, আমি রোগীর রক্ত খাই হরদম।
আমি মাদ্রাসা, আমি মকতব, সৃষ্টি করি জঙ্গী,
আমি ওয়াজকারী, ধর্ম বিক্রি আমার নিত্যসঙ্গী।
আমি ইস্কুল, আমি শিখাই, মানুষ তৈরী আমার কাজ,
আমি বিফল, ডিগ্রী দিয়ে আমি বানাই দূর্নীতিবাজ।
আমি ইংলিশ মিডিয়াম, আমি শিক্ষার্থীদের মুন্ডু,
আমি সিলেবাস, বইয়ের চাপে ভাঙ্গি তাদের মেরুদণ্ড।
আমি মজুদদার, আমি সিন্ডিকেট, আমি করি মঙ্গা,
আমি ডাকাত, আমি বয়ে দিই পন্যদামের উচ্চ গঙ্গা।
আমি ব্যাংক, আমি লগ্নি, আমি আবার বীমা,
আমি সুদী, আমি মহাজন, সুদে নেই কোন সীমা।
আমি অন্ধ, আমি লোভী, নেই কোন ক্লান্তি,
আমি কে? কি আমি? পেয়েছে আমায় কোন ভ্রান্তি।
আমি প্রৌঢ়, আমি বৃদ্ধ, আমি কবরযাত্রী,
আমি মানুষ, নাকি পশু এ'বয়সে ভাবি দিবারাত্রি।
আমি ভুলে হারায় সততা, হয়েছিলাম না-হারা রংবাজ,
আমি ক্ষমাপ্রার্থী, কৃতকর্মে সমাজের পায়ে লুটি আজ।
-জাহিদ চৌধুরী
জুন ১১, ২০২১