=====একা আমি=====
লক্ষ হাজারো মানুষের ভিড়ে বড়ই একা,
মুখ থুবড়ে পড়ব মাটির কোলে সবই ফাঁকা।
লক্ষ্য করে দেখি কোটি কোটি বালু কণা,
এক সাথে মরুতটে তবু যেন ভিন্ন দানা।
খুব একা, একা লাগে, বুঝিবার কোন কেহ নেই,
মনটা চায় আস্তে করে সম্পর্কের রগ কেটে দেই।
আমার ক্লান্ত দেহ, অনুঃউজ্জীবিত শূন্য মন,
জীবনের শ্বাস নিতে ব্যস্ত, তবুও বাঁচার পন।
খুব একা, একা লাগে, ভাবনায় চলি অজানায়,
কেহ নেই কোথায় বুঝতে মোর নাবলা কথায়।
এখন রাত তাড়া নেই, অন্ধকারে সব ঢাকা,
নির্জনতায় একালা ভাবি, লাগে খুব একা।
পাথরে বানানো ঘরে খাটে শুয়ে যায়না চাঁদ দেখা,
যায়না মন ছোঁয়া, পাথুরে মনের তারা, আমি একা।
আমি একা, আমার স্বকীয়তায় আমি আমিই,
পারিনি চিন্তাভাবনায় হতে তাদের মতো দামী।
ঘুম ঘুম চোখে এলিয়ে পড়া ভগ্ন দেহ,
খুব একা, একা লাগে পাশে নেই কেহ।
পড়ে গেলে ধরতে আসবে নিথর শরীর,
এতো ভারে ছেড়ে দেবে শেষ আবীর।
===জাহিদ চৌধুরী===
খুলশী, চট্টগ্রাম।
জানুয়ারী ১৬, ২০২৩