~~~~~~ আমার বাংলাদেশ ~~~~~
.... .............🖊 জাহিদ চৌধুরী
মন যবে বিষণ্ণতার তীব্র দোলাক ধাঁধায়,
চলে যাই প্রকৃতি বা সাগরের কিনারায়।
জোয়ারের ঢেউতোলা গর্জন শুনি কানে,
নদীর স্রোতে তাকিয়ে থাকি আনমনে।
পাহাড়ের সুউচ্চ শৃঙ্গে ধরিতে চাই মেঘ,
নৃত্যময়ী নীরদে দমকা হাওয়ার বেগ।
শুভ্রবসন কুণ্ডলীপাকা যায় উড়ে চলে,
নয়নানন্দ অবাক দৃষ্টি আকাশ তলে।
গিরিপথে জমে মিষ্টি জলের আধার হ্রদ,
এঁকেবেকে চলা মাটির গ্রামীণ জনপদ।
কিচিরমিচির পাখী কাকলী বনের ঘর,
থাকে সেথা মিলেমিশে নাহি কোন ডর।
নিঝুম সন্ধ্যায় ঝি ঝি পোকার উল্লাস,
ঝিরিঝিরি কুয়াশায় ভিজে দূর্বাঘাস।
এরি মধ্যে জন্ম আমার এ আমারই দেশ,
কোন অপরূপ অরূপ রূপের নেইকো শেষ।
প্রত্যূষে ঊষাকালে লতাপাতায় মুক্তোর দানা,
প্রথম সকালে মনে শিহরণ হাসিতে নেই মানা।
এযে মোদের মা জননী বিছায় কালো কেশ,
অবনিতে সেরার চেয়ে সেরা আমার বাংলাদেশ।
আগস্ট ৩০, ২০২৪
খুলশী, চট্টগাম।