=======আলপনা গ্রাম=====
(একটা প্রামাণ্য চিত্রের ভিত্তিতে লেখা)
যেদিকে চোখ যায় মাটির দেয়াল জুড়ে,
বাহারি রঙের আলপনায় মন ভরে।
যে কারো মনে হবে যেন উন্মুক্ত ক্যানভাস,
বিভিন্ন মাধুরী ছবিতে আঁকা এর চারিপাশ।
লাল নীল আকাশী সবুজ রঙের বন্যা,
রঙিন হয়ে উঠেছে চিত্তাকর্ষক অনন্যা।
হিন্দু অধ্যুষিত এ'গ্রামের প্রতিটি স্থাপন,
ঢুকতেই মনে হবে হঠাৎ রংধনুর আগমন।
বিয়ের পর এক গৃহিণী দেকুন বর্মন,
খেলার ছলে শুরু করেছিলেন ছবি অংকন।
ঘরের পদদলিত মেঝেতে, মাটির দেয়ালে ,
উঠান আঙ্গিনা বাদ যায়নি গাছের বাকলে।
সবখানেতে তুলির পরশে বিচিত্র ছবির খেলা,
লতাপাতা, ফুল, বই, গুণীজনদের ছবি মেলা।
বংশপরম্পরায় চলে আঁকা সারা বছর জুড়ে,
ইচ্ছে হলে দেখে আসতে পারো গ্রামখানি ঘুরে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়,
টিকইল গ্রাম হাতছানি দিয়ে ডাকছে তোমায়।
আলপনার বন্যায় 'টিকইল' নামটা গেছে ভেসে,
টিকইলের স্থানে বিজয়ী "আলপনা গ্রাম" হাসে।
---জাহিদ চৌধুরী
১৫ জুন ২০২১