প্রেম কেউ কভু
ডাকে নাই তবু
এসেছে জীবের
মাঝে।
অযাচিত আসে প্রেম
অভিনব সাজে
প্রেম সুভাষিত
প্রেম উচ্ছে সিত
প্রেম পূর্ত-পবিত্র ।
প্রেম বাধাহীন দুর্বার
প্রেম দুর্বেধ্য
প্রেম বর্ষায় প্লাবিত
বহমান নদীর দু ধার ।
প্রেম তাণ্ডব
প্রেম নিকেষ কাল
আধার
প্রেম মহামারী
প্রেম কাল বৈশাখী
প্রেম ভেঙ্গে করে সব
চুরমার ।
প্রেম সদ্য জন্মানো
শিশুর তীব্র চিৎকার
প্রেম মুষ্টিবদ্ধ হাতে
জনতার শ্লোগান
ফিরিয়ে দাও আমাদের
অধিকার ।
প্রেম প্রেয়সীর চোখের
কাজল
প্রেম নবোড়ার শাড়ির
আঁচল
প্রেম বাবার স্নেহ
প্রেম ভাই র আদর মায়ের
চোখের জল ।