ভেঙ্গে মৌনতা
এবার জেগেছে
বীর জনতা ।
সাবধান সাবধান
একতা বদ্ধ হয়েছে
নবীন যুবা নৌজোয়ান
জবাব ওদের দিতেই হবে
পাবে না পরিত্রান ।
বক ধার্মিক লুটেরা
হায়েনার দল যত
রাজনিতীর নামে
আম জনতার প্রতারিত
করছে অবিরত ।
চোরদের প্রশাষন
আর ঘুনে ধরা সিংহাসন
ভেঙ্গে এবার করবো একা কার
জেগেছে আবার বীর জনতা
জেগেছে আবার ।