অনেক গুলি শব্দ জোড়া দিয়ে

লেখা হয় একটি ছড়া ।

অনেক প্রশিক্ষনের পর

বৈমানিকের হয় আকাশে উড়া ।





অনেক গুলি শব্দ মিলে

একটি কবিতা লেখা হয় ।

সঠিক পথে সংগ্রাম করলে

সহজে আসে বিজয় ।


অনেক কথার কথা মালায়

একটি উপন্যাস লেখা হয় ।

দশে মিলে করলে কাজ

সহজে আসে জয় ।



অনেক গুলি পাঠ্য বই পড়ে

তবেই শ্রেনী ডিঙ্গাতে হয় ।

বই ছাড়া জ্ঞান আহরনের

নেই কোন উপায় ।



রাষ্ট্র নায়ক হতে হলে

রানীতির সঠিক সংঙা জানতে হয় ।

নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে

অবর্তীন হতে হয়,

জনগনের সেবকের ভুমিকায় ।



স্বাধীনাতা ভোগ করতে হলে

স্বাধীনাতার মমার্থ বুঝতে হয় ।

স্বেচ্ছাচারিতা আর অশিক্ষার কারনে

অর্জিত স্বাধীনাতা হারিয়ে যায় ।