আপামণি আপামণি
কেন উতালা মনখানি ।
রালে লাল কৃষ্ণচুড়া
হাসনাহেনা গন্ধে ভরা
পর্বতের ঐ কাল চুড়া ।

মেঘের ভেলা চলছে ছুটি
সোনা বন্ধুর দিতে চিঠি

আলোয় ভরা সকাল বেলা
বিদায় নিল মজার খেলা ।