নাম তার ভোলা
আমাদের ভাই ।
বুজ সুজ বোধপত্তি কিছু তার নাই ।
গা গতরে মোটাসোটা
মাথা অতি ছোট তার ।
চল্লিশটা মুরগীর ডিম আর
আশিটা রুটি সকালে করেন
আহার ।
বড় তাই ভেবেছেন তিনি হলেন কর্তা
ধমক আর শাষনের নেই কোন মাত্রা ।
জানা নেই পড়া নেই তবু তিনি পণ্ডিত।
ধমক আর শাষনে গেল মদের জিন্দিক ।
পৃথিবীতে আছেন যত জ্ঞানীগুনি জন
সবার সঙ্গেই নাকি তার আছে কানেকশন ।
নজরুল, রবীন্দ্র এমনকি সেক্সপিয়ার
সক্রেটিস প্লাটো সম্পর্কেও নাকি জানেন তিনি বিস্তর ।
তিন তিনবার ফেল মেরেছেন ক্লাস ফোরেতে
সর্বশেষ নম্বর অন্কে শুন্য আর তের বাংলাতে ।
সবজান্তা ভাইটির আমার গুনের নাইযে শেষ
ঘুমালে ব্যাংঙের মত ঘ্যাংগোর ঘ্যাংগোর নাক ডাকেন
আর জাগলে মোদের শাষন করেন ।
আছি মোরা বেশ ।
জাহিদ-এর ব্লগ মন্তব্য প্রদানের জন্য লগইন অথবা রেজিস্টার করুন
৫০ বার পঠিত Twitter-এ প্রকাশ করুন