বাংলা আমার সোনার কাঠি
বাংলা আমার মান ।।
বাংলা আমার জীবন মরণ
বাংলা আমার প্রাণ ।
বাংলা আমার জারি সারি
ভাটিয়ালি গান।
বাংলা আমার আব্বাস উদ্দিন
আব্দুল আলিম নিনা খাঁন।
বাংলা আমার বিশ্ব কবির সোনার তরী
ধানে ধানে ভরা।
বাংলা আমার আষাঢ়ের বৃষ্টি ভেজা
কদম ফুল হৃদয় হরন করা ।
বাংলা আমার নবান্নের ক্ষেত ভরা ফসল
মুনি ঋষির উদার জমিন ।
বাংলা আমার মায়ের শাড়ির আচঁল
বধুর চোখের কাজল ।