কিছু অসত্যের মিথ্যে আবরণে ঢেকে গেছে সময়
থমকে গেছে স্রোতের টান , বিরাম্বনায় আমি
ছেয়ে আছে যা আমার হ্রদয় আবৃত ছোট ঘর
পুষে যত্নে যা এতদূরে এসে ভঙ্গুর !
নীলচে আভা যা ঘিরেছিল কালের সন্ধ্যে
আজকের সকাল ওজা ছিল আভিমানি ভালবাসাতে
বিশ্বাসের সবটা ছিল তার কাছে সর্বচুরাতে
ভাঙ্গতে সময় নেয়নি ক্ষণিক ও সে
স্রোত-তরী সর্বতা যা কিনাঙ্গে রসাতলে
মন যেখানে পৃষ্ঠে তার অতল ভালবাসা রোজে
আমি আর ফিরব না,
রোজকার মত চোর সেজে !
আমার ভেতরটা তোমার জন্য জতটা গভীর ,
ততটাই সল্প তোমার দূরত্বে
মোনতা আর বিভীষিকা তোমার মাঝে খুব বেশী
ভালবাসা শূন্য প্রান বলা জেতে পারে
যতটা দেখি তা মিথ্যে,
হইত আমায় খুশি রাখতে !
আমি হারিয়ে ফেলছি বলব না
আমি দুঃখ পাব তা-ও বলবনা
এতটুকু জল-ও আসবে না
ভালবাসি শুধু তাই !
একটা সময় আসবে, যা ঘিরে দিবে তোমায়
তোমার আস্তাচল সূর্য জীবন কিনারায় হিম হাওয়া,
বয়ে দেবে হাজার বছরের সাঁজা
শুধু কণ্ঠের অগ্রভাগে ভালবাসার ৭৫ ভাগ
রাত বেরে যাচ্ছে,
যেতে হচ্ছে, একটু পরে মেলা বসবে
অদক্ষতার কতখানি ভেতরে জানতে
অপরাজিত জীবনের দক্ষতার প্রতিশ্রুতি নিজ কাধে আপন বক্ষ সামলে