বড় খুশি হও রে মাতাল সংসার
কর্ণদ্বারে গুঞ্জিত স্ত্রীর ভ্রূণ সঞ্চার।
ডগমগে হৃদ মাজে আনন্দ উল্লাস
উংসব ও আয়োজনে নানা প্রয়াস।
হঠাৎ কেন তোর অখুশির আভাস
ও জেনেছিস কন্যা ভ্রূণের পূর্বাভাস।
অশরীরীর মন্ত্রে হস্ত কৌশল জানো
গর্ভে শেষ হোক তাঁর অস্থিত্ব মিটানো!
কেন ষড়যন্ত্র আজ কন্যারই প্রতি
চোখ খুলো নরাধম অবহেলা অতি।
ধারণে তোর মাতৃগর্ভ কুন্ঠিত আজি
মুষ্ট হস্তে রোখে দিলি ভ্রূণেরই হাসি।
প্রবেশে আলো জ্বালাও নয়ন সমীপে
শিখরে উড়িছে পতাকা ঐ শান্তি দ্বীপে।
অন্ধকারের বন্ধ কপাট দাও খুলে
নারীর অধিকার দেখো ফটকে ঝুলে।
ভ্রূণের অঙ্কুর যদি গলা টিপা হতো
মা হাওয়ার জন্ম কি এমনিই হলো।
মগজের কলুষতা আজ নিপাত করো
সঠিক মু'মিন হতে আল্লাহকে ডরো।
আমিও হয়েছি আজ কন্যারই বাবা
হৃদয় জুড়ে অন্তহীন আনন্দ আভা।
******************************