তুমি মেয়ে,একটু খেয়াল রেখো
তুমি রক্ষণশীলতার দেয়ালে আবদ্ধ
এর প্রতিটা ইট টানছে তোমায়,সীমানা নিদৃষ্ট
মাথা নিচু করে জ্বি হুজুর বলতেই হবে,
কি করবে সার্টিফিকেট নিয়ে,
শুধু মক্তবের সম্যক ধারণা চলবে।
শিখতে হবে--
পিঁয়াজ-রসুনের মিশ্রণে রকমারি জিহ্বার রসাস্বাদন,
লিপষ্টিক,নোখ পোলিশ,হেয়ার স্টাইল-কবিরা গুনাহ্
চোখের উপর চশমা লাগাও বোরখার ভেতরে
খোলামেলা চলা কি মানায়!
হিল পরে 'কেট ওয়াক' সব ছিনালের কাজ,
জানো মেয়ে!স্বামীর পদতলে জান্নাত
বেটা একটা নয় তিনটে করুক,
যত ক্ষুদা আছে দিতে হবে শান্তি,ও তোমার রক্ষক
দিতে পারে তালাক ফোনে,ডিজিটালের যুগ।
এই মেয়ে শুনো--
বাহারি ফ্যাশনের ককটেল তোমায় মানায় না,
টিভির পর্দায় প্রেমালাপ! নাউজুবিল্লাহ্--জিনাহ্
তুমি যখন ঘরের চৌকাট ডিঙাবে
ঠিকাদাররা তৃতীয় শ্রেণী বলবে।
স্বাধীনতা! বাজে কথা
কেন প্রয়োজন? সব তো তোমারই!
দেখো,ব্যস্ত গোটা বিশ্ব "নারী দিবস" পালনে
তবে কাঁদছো কেনো ঘরের কোণে?
হ্যাঁ হ্যাঁ তুমি মেয়ে
শুধু ওদের মুখে হাঁসি ফোটাবে।